Sambad Samakal

Akhil Giri: রাষ্ট্রপতির পরে রাজ্যপাল! ফের বিতর্কিত মন্তব্য কারামন্ত্রী অখিল গিরির

May 11, 2024 @ 2:11 pm
Akhil Giri: রাষ্ট্রপতির পরে রাজ্যপাল! ফের বিতর্কিত মন্তব্য কারামন্ত্রী অখিল গিরির

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস! ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন রাজ্যের কারামন্ত্রী সিভি আনন্দ বোস। শুক্রবার কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে একটি জনসভা করেন তিনি। সেখানেই রাজ্যপাল সম্পর্কে তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ সমকাল।

অখিল গিরিকে বলতে শোনা যাচ্ছে, “রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছিল। মেয়েটি দেখতে সুন্দর, তাঁর অফিসে কাজ করে। লোভ লেগে গিয়েছিল। হাত ধরে টেনেছিল। বুড়ো, তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা! এখানে কেন এসব করছিস! এসব নরেন্দ্র মোদি, অমিত শাহরা দেখতে পাচ্ছে না? আগে রাজ্যপালকে সামলান! তারপর সন্দেশখালি বলবেন।”

Related Articles