Sambad Samakal

Sandeshkhali: ফের অস্ত্রোদ্ধার সন্দেশখালিতে! ভোটের আগে সন্ত্রাসের পরিকল্পনা!

May 11, 2024 @ 10:58 am
Sandeshkhali: ফের অস্ত্রোদ্ধার সন্দেশখালিতে! ভোটের আগে সন্ত্রাসের পরিকল্পনা!

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার সন্দেশখালিতে! ভোটের আগে ‘পরিকল্পিত’ সন্ত্রাস ছড়ানোর চেষ্টা! জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যার বসিরহাটের তৃণমূল প্রার্থী শেখ নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও জনসভা ছিল সন্দেশখালি এলাকায়। সেই সময়েই কয়েক জন সশস্ত্র দুষ্কৃতি সেখানে ঘোরাফেরা করছিল বলে সন্দেহ হয় গ্রামবাসীদের।

পরে জেলিয়াখালি-পেয়ারাখালি ফেরিঘাটের কাছে কয়েক জন সন্দেহভাজন যুবককে আটকান গ্রামবাসীরা। তাদের কাছ থেকে একটি ভাঙা বন্দুক উদ্ধার হয়। সন্দেশখালি থানার পুলিশের হাতে তা তুলে দেন এলাকার বাসিন্দারা। বিজেপির অভিযোগ, তৃণমূলের প্রচার মিছিলে যোগ দিতেই সশস্ত্র অবস্থায় ওই যুবকরা এসেছিল। পাল্টা তৃণমূলের দাবি, পরিকল্পিত ভাবে ভোটের আগে গোটা এলাকা সন্ত্রস্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা।

Related Articles