ফের বঙ্গে জারি কালবৈশাখীর তাণ্ডবের সতর্কতা! শনিবার সকালে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিকেলের পরে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গেই ঘণ্টায় প্রায় ৩০/৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ায় বইতে পারে।
তবে বিগত কয়েক দিনের বৃষ্টির জেরে তাপপ্রবাহের পরিস্থিতির হাত থেকে সাময়িক স্বস্তি পেয়েছে আম বাঙালি। এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।