ব্যারাকপুরে কেন পার্থ ভৌমিককে ভোট দেবেন? রবিবার আমডাঙার নির্বাচনী জনসভা থেকে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, “কেন এখানে পার্থকে ভোট দেবেন জানেন? ২০১৯ সালের ভোটের পরে যে তাণ্ডব এখানে হয়েছিল, সমস্ত ক্লাব, পার্টি অফিস দখল করে নিয়েছিল। বাঙালি রমণীরা বাড়ি থেকে বেরোতে ভয় পেত। আমি সেসময় কখনও নৈহাটি, কখনও ভাটপাড়া এসেছিলাম। কয়েকটা গুণ্ডা আমায় দেখে উল্টোপাল্টা স্লোগান দিয়েছিল। কিন্তু আমি ভয় পাওয়ায় লোক নই৷ আমায় গর্জালে আমি বর্ষাই। পার্থ এখনও মন্ত্রী আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, কোনও গুণ্ডাকে ভোট দেবেন না। নির্বাচনের পরে কোনও দাঙ্গা করতে দেবেন না।”