ভোটের আগে ফের ধুন্ধুমার সন্দেশখালিতে! রবিবার দুপুরে সন্দেশখালি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির মহিলা কর্মীরা। নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও অর্চনা মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভিডিও ভাইরাল করার অভিযোগ তোলেন তাঁরা।
এমন সময়ে সন্দেশখালিতেই এক তৃণমূল নেতার বাড়িতে বিধায়ক সুকুমার মাহাতো ও দিলীপ মল্লিক রয়েছেন বলে খবর পান বিক্ষোভরত মহিলারা। দ্রুত ওই তৃণমূল নেতার বাড়ির সামনে পৌঁছে যায় ভিড়। পুলিশের উপস্থিতিতেই কার্যত টেনেহিঁচড়ে এক তৃণমূল নেতাকে বাড়ির বাইরে বের করে এনে বেধড়ক মারধর করেন মহিলারা। এমনকী পরনের পোশাকও ছিঁড়ে দেওয়া হয়।