ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা! সতর্কতা জারি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। রবিবার আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সকাল থেকে মোটের ওপর মেঘাচ্ছন্নই থাকবে আকাশ। দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি রয়েছে।
শেষ কয়েকদিন ধরে একটানা ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। এদিনও স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি কমই থাকবে শহর কলকাতার তাপমাত্রা। ফলে সাময়িক ভাবে হলেও স্বস্তি মিলেছে আম জনতার।