বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান! পাল্টা বাংলাদেশ পাঠানোর হুঁশিয়ারি দিলীপের! জানা যাচ্ছে, সোমবার সকালে বর্ধমানের রাজগঞ্জ বাজার এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী দিলীপ। তাঁকে দেখেই উপস্থিত কয়েক জন তৃণমূল কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন।
পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “এখানে আমাদের কর্মীদের খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আমি আসার পরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, দেখি কার খুন করার হিম্মত আছে। ভোটের পরে বাংলাদেশ চলে যেতে হবে।” যদিও তৃণমূল কর্মীরা যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিজেপি প্রার্থীর কনভয়ের জন্য রাস্তায় যানজট তৈরি হয়েছিল, তাই স্লোগান দেওয়া হয়েছে।