পক্ষপাতিত্বের অভিযোগ! ভোট চলাকালীন বীরভূমের একটি বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ইলামবাজারের ২৫ নম্বর বুথের রিটার্নিং অফিসারকে অপসারিত করে, নডুন অফিসারকে নিয়োগ করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, লাইভ ওয়েব কাস্টিংয়ে দেখা যায়, এক ব্যক্তি বারবার বুথের ভেতরে প্রবেশ করছেন ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তাসত্ত্বেও বুথের প্রিসাইডিং অফিসার ওই ব্যক্তিকে বিরত করার চেষ্টা করছেন না। এরপরেই তড়িঘড়ি স্বতঃপ্রণোদিত ভাবে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কমিশন।