ভোটের দিন বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ! হাতাহাতি তৃণমূল কর্মীদের সঙ্গে! ঝরল রক্ত! রিপোর্ট তলব দিল্লির।
জানা যাচ্ছে, এদিন দুপুরে মন্তেশ্বরের তুল্লাবাজার এলাকায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌঁছতেই, তাঁর গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল তৃণমূল কর্মী। গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দিলীপ। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে রক্তাক্ত হন এক জন তৃণমূল কর্মী। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই, দিল্লির তরফে রাজয় নির্বাচনী আধিকারিকের কাছে ফোন করে পরিস্থিতি জানতে চাওয়া হয়। দ্রুত অ্যাকশান টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।