মোদির গ্যারান্টি ৪২০! আমাদের গ্যারান্টি ১০০ পার্সেন্ট। এমনকী প্রধানমন্ত্রী মোদির হাতে রবি ঠাকুরকেও অসম্মান করেছে বিজেপি! সোমবার ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে নোয়াপাড়ার জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “সব জায়গায় প্রচার করছে মোদির গ্যারান্টি। ওদের গ্যারান্টি আসলে ৪২০। আর আমাদের গ্যারান্টি একশো শতাংশ। বিনা পয়সায় চাল, বিনা পয়সায় বিদ্যুৎ, বিনা পয়সায় জল, বিনা পয়সার রান্নার গ্যাস দিচ্ছে বলে মিথ্যে কথা প্রচার করছে। আমি ভোটের আগে যে কথা দিয়েছিলাম, সেই কথা রেখেছি।”
একসঙ্গেই মমতার আরও দাবি, “প্রধানমন্ত্রীকে রবি ঠাকুরের উল্টো ছবি উপহার দিয়েছে। এমনকী যখন ছবি উপহার দিচ্ছে, তখন স্লোগান দিচ্ছে, নরেন্দ্র মোদি জিন্দাবাদ! এরা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে। তাই আপনারা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন করুন। ও আমার সেচমন্ত্রী। কিন্তু বলেছে আমি মিনিস্ট্রি চাই না, সংসদে গিয়ে মানুষের হয়ে কথা বলতে চাই। ওঁকে সেই সুযোগটা করে দেবেন।”