ভোটের মুখে ফের দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালি! সোমবার থেকেই বেড়মজুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ একাধিক যায়গায় মহিলাদের বিক্ষোভ চলছে। এমনকী বেড়মজুর এলাকায় লাঠি-ঝাঁটা হাতে মহিলাদের রাত পাহারার ছবিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে বাগদীপাড়া এলাকায় বিক্ষোভ চলছে।
এই পরিস্থিতিতে রাজ্যের পুলিশ-প্রশাসনকে কার্যত হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা আদালতের রক্ষাকবচ নিচ্ছি। পরবর্তী কর্মসূচীও ঘোষণা করা হবে। মমতা পুলিশ গ্রামে ঢুকে মহিলাদের ওপর অত্যাচার করছে। আগামী কয়েক দিনে বৃহত্তর সন্দেশখালিতে আন্দোলন আরও জোরদার হবে।”