ভোটের আবহেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। আর এরমধ্যেই মঙ্গলবার সুপ্রিমকোর্টের দারস্থ হলেন প্রতিবাদী মহিলাদের একাংশ। তাঁদের দাবি, অবিলম্বে নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের নির্দেশ দিতে হবে সুপ্রিমকোর্টকে।
এদিন বিচারপতি বিআর গভাই ও সন্দীপ মেহতার বেঞ্চে মামলা দায়ের হয়েছে। তবে এই মুহূর্তে এই মামলার পৃথক শুনানি করতে রাজি হননি বিচারপতিরা। প্রসঙ্গত, এই দুই বিচারপতির বেঞ্চেই সন্দেশখালি কাণ্ডে রাজ্য সরকারের দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে। আহামী জুলাই মাসে ওই মামলার সঙ্গেই যুক্ত করে সন্দেশখালির মহিলাদের আর্জি শুনবে সুপ্রিমকোর্ট।