Sambad Samakal

TMC: ভোটের ফল ঘোষণার আগেই বীরভূমে বিজয় মিছিল তৃণমূলের!

May 14, 2024 @ 2:22 pm
TMC: ভোটের ফল ঘোষণার আগেই বীরভূমে বিজয় মিছিল তৃণমূলের!

সোমবারই চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছে বীরভূম জেলার দুই লোকসভা আসন বোলপুর ও বীরভূম আসনে। আর তারপরের দিন, মঙ্গলবারই নানুরে বিজয় মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস।

এদিন সকালে নানুরের তৃণমূল নেতা কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। শতাব্দী রায় ও অসিত মাল দুই প্রার্থীর ছবি নিয়ে মিছিল সংগঠিত হয়। তৃণমূল নেতা কাজল শেখ দাবি করেন, “এখানে যা ভোট হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস দুই আসনেই জিতছে। তাই আগেভাগেই আমরা বিজয় মিছিল করে নিলাম।”

Related Articles