Sambad Samakal

TMC: ভোট প্রচারে বিয়ের প্রস্তাব! রাজি হলেন তৃণমূল প্রার্থী দেবাংশু?

May 15, 2024 @ 1:50 pm
TMC: ভোট প্রচারে বিয়ের প্রস্তাব! রাজি হলেন তৃণমূল প্রার্থী দেবাংশু?

তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন তরুণ-তুর্কী নেতা দেবাংশু ভট্টাচার্য। আর তিনিই কিনা বিয়ের প্রস্তাব পেলেন ভোট প্রচারে গিয়ে!

এদিন তৃণমূলের একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন দেবাংশু। সেখানেই এক জন মহিলা মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বলেন, তাঁরা দেবাংশুর বিয়ের জন্য পাত্রী খুঁজে রেখেছেন।

ভাষণ রাখতে গিয়ে দেবাংশু পাল্টা বলেন, “আমার’তো মাত্র ২৮ বছর বয়স। দিদি তমলুকে লড়ার দায়িত্ব দিয়েছেন। আরও অন্তত পাঁচ বছর পরে বিয়ের কথা ভাবব। কারণ এখন সঙ্গে আর এক জন থাকলে, মানুষকে সময় দিতে পারব না। তমলুকের জন্য অনেক কাজ করার আছে।”

Related Articles