ভোট মিটলেও অশান্তি অব্যাহত দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর এলাকায়। জানা যাচ্ছে, এদিন সকালে বিজেপির এক বুথ সভাপতির ঝুলন্ত মৃত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই খুন করে বিজেপির বুথ সভাপতির দেহ ঝুলিয়ে দিয়েছে।
মৃত বিজেপি কর্মীর নাম অভিজিৎ রায়। মন্তেশ্বরের শেলিয়া গ্রামের ১৬৮ নম্বর বুথের সভাপতি ছিলেন তিনি। ভোটের সময় থেকেই তাঁকে তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি বিজেপি কর্মীদের। এই ঘটনায় এদিন সকাল থেকেই মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভে বসেছেন বিজেপি কর্মীরা। অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা।