Sambad Samakal

Mamata: বদলা নেবই! হলদিয়া থেকে কাকে হুঁশিয়ারি মমতার?

May 16, 2024 @ 3:32 pm
Mamata: বদলা নেবই! হলদিয়া থেকে কাকে হুঁশিয়ারি মমতার?

নন্দীগ্রামে প্রতরণার বদলা নেবই! বৃহস্পতিবার হলদিয়া দাঁড়িয়ে কার্যত এই ভাষাতেই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘হুঁশিয়ারি’ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “আমার সঙ্গে প্রতারণা করা হয়েছিল। ভোট লুঠ করা হয়েছিল, ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে। ইলেকশনের আগে ডিএম’কে সরিয়ে দিয়ে, লোডশেডিং করে এই কাণ্ড করা হয়েছিল। একদিন’না একদিন’তো সত্য বেরোবেই। আমি এর বদলা নেবই! কখন, কীভাবে নেব বলব না। আমি মামলা করেছি। সেই মামলা আদালতে পড়ে আছে। আমি করে মনি, ওটা নন্দীগ্রামের জনগণের রায় নয়। সারাজীবন তোমায় ইডি, সিবিআই কোলে নিয়ে বাঁচাবে না। বিজেপিও সারাজীবন ক্ষমতায় থাকবে না। বদলা’তো একদিন আমি নেবই। মেদিনীপুরের জন্য কী করিনি! গোটা মেদিনীপুর লুঠ করেছে! আমরাও বুঝতে পারিনি। তৃণমূলের জন্মের সময়ে ওই বাপ-ব্যাটা ছিল না। নন্দীগ্রামপ সিপিএমের সঙ্গে পরিকল্পনা করে ঘটনা ঘটিয়েছিল। একদিন’তো সব বাইরে বেরোবেই।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের ঠিক আগে হলদিয়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের অন্যায় হারের বদলা নেওয়ার হুঁশিয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ নাম না করে অধিকারী পরিবারের বিরুদ্ধে মমতার এদিনের আক্রমণাত্মক মেজাজ, তৃণমূল কর্মীদের আরও উৎসাহী করবে।

Related Articles