আন্তর্জাতিক ফুটবল থেকে আচমকাই অবসরের কথা ঘোষণা করলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল নেত্রী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় সুনীল জানান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচের পরেই নিজের জার্সি-বুট তুলে রাখবেন সুনীল। কারণ তিনই এখন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। প্রায় চল্লিশ ছুঁইছুঁই বয়সে এসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন তিনি।