Sambad Samakal

Covid: ফের করোনার থাবা! কলকাতায় আক্রান্ত ৫

May 17, 2024 @ 12:02 pm
Covid: ফের করোনার থাবা! কলকাতায় আক্রান্ত ৫

ফের করোনার থাবা তিলোত্তমায়। গত সাত দিনে আক্রান্ত পাঁচ জন। আক্রান্তরা সবাই উপসর্গহীন। বিভিন্ন কারণে অস্ত্রোপচারের জন্য তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিনমাফিক কোভিড পরীক্ষায় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। সকলেই কলকাতার বাসিন্দা। গত ৯ মে থেকে ১৫ মে-র মধ্যে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে অস্ত্রোপচারের আগে তাঁদের রুটিন কোভিড টেস্ট করা হয়। সেখানেই এই রিপোর্ট আসে।
চলতি বছরের মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট KP টু’এর সংক্রমণ। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Related Articles