Sambad Samakal

Mamata: সাঁওতালি ভাষা শিখবেন মমতা!

May 17, 2024 @ 3:58 pm
Mamata: সাঁওতালি ভাষা শিখবেন মমতা!

জঙ্গল মহলের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এবার সাঁওতালি ভাষা শিখবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন একসময় পিছিয়ে থাকা জঙ্গলমহলে তৃণমূল জমানায় শিক্ষার প্রসার প্রসঙ্গও। মমতা বলেন, ‘‘আগে পড়াশোনায় পিছিয়ে ছিল জঙ্গলমহল। আজ এখানে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় অফিসার হচ্ছে। এটা আমার গর্ব। সাঁওতালি ভাষাকে কেউ গুরুত্ব দিত না। আমরা এসে প্রথম এই ভাষাকে গুরুত্ব দিই।’’ নিজেও এই ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন। বলেন, “আপনাদের বাংলা বুঝতে অসুবিধা হয়? আমি সাঁওতালিটা শিখে নেব।”

Related Articles