Sambad Samakal

BJP: বাংলায় বুলডোজার চালানোর হুমকি! কী দাবি বিজেপি প্রার্থীর?

May 18, 2024 @ 2:54 pm
BJP: বাংলায় বুলডোজার চালানোর হুমকি! কী দাবি বিজেপি প্রার্থীর?

বাংলায় বুলডোজার চালানোর হুমকি! বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের দাবিতে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।

জানা যাচ্ছে, এদিন হাবড়ায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার দাবি করেন, তৃণমূলের পৌরপ্রধান বেআইনিভাবে পুকুর বুজিয়ে বাড়ি তৈরি করেছেন। বিজেপি ক্ষমতায় এলে সেই সমস্ত বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা হবে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী।

Related Articles