ভ্যাপসা গরমে নাজেহাল আম বাঙালি। শনিবার ফের তাপপ্রবাহের সতর্কতা জারি হল ৭ জেলায়। কলকাতা সহ দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুরে তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতিও বজায় থাকছে।
তবে এই পরিস্থিতিতেও আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাওয়া বদল শুরু হতে পারে। রবিবার ও সোমবার ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।