Sambad Samakal

Kalna Fire: কালনায় বসত বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দেওয়াল ভেঙে উদ্ধার!

May 18, 2024 @ 11:20 am
Kalna Fire: কালনায় বসত বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দেওয়াল ভেঙে উদ্ধার!

শনিবার সাতসকালে ভাবহ অগ্নিকাণ্ড কালনার ১৪ নম্বর ওয়ার্ডে! বাড়ির ভেতরে আটকে পড়া বাসিন্দাদের দেওয়াল ভেঙে উদ্ধার করল দমকল বাহিনী।

জানা যাচ্ছে, এদিন সকালে আচমকাই একটি বসত বাড়ির এক তলায় আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। বাড়ির দো’তলায় আটকে পড়েন ২ জন বাসিন্দা। শেষপর্যন্ত দেওয়াল ভেঙে মইয়ের সাহায্যে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেন দমকলবাহিনী।

Related Articles