ভোটের মুখে খাস কলকাতায় ফের উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা! জানা যাচ্ছে, এপিসি রোডে দুই ব্যক্তির কাছ থেকে ব্যাগভর্তি নগদ ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
ইতিমধ্যেই পোস্তা ও হুগলির বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচন কমিশনের ফ্লায়িং স্কোয়াডের তরফে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল অর্থ উদ্ধার করা হয়। অনৈতিক ভাবে নির্বাচনে এই অর্থ ব্যায় করার পরিকল্পনা ছিল বলে মনে করছে কমিশন। ধৃত দুই ব্যক্তিকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।