Sambad Samakal

Mamata: মোদি হারছে, ইন্ডিয়া জোট সরকার আসছে! কী দাবি মমতার?

May 18, 2024 @ 4:08 pm
Mamata: মোদি হারছে, ইন্ডিয়া জোট সরকার আসছে! কী দাবি মমতার?

মোদি হারছে! ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসছে! শনিবার আরামবাগের জনসভা থেকে প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “মোদি হারছে। আর ক্ষমতায় আসতে পারবে না। ইন্ডিয়া জোট সরকার আসছে। আমরা সেই জোটে রয়েছি। বাংলায় কোনও জোট নেই। এখানে জোটের নামে ঘোঁট রয়েছে। তৃণমূল কংগ্রেস এখানে একাই একশো। ইন্ডিয়া সরকার ক্ষমতায় এলে আমরা এনআরসি তুলে দেব, সিএএ তুলে দেব, অভিন্ন দেওয়ানি বিধি তুলে দেব। একশো দিনের কাজ সহ সমস্ত প্রকল্প নতুন করে চলবে। ওরা যত এটা বুঝতে পারছে, তত উল্টোপাল্টা বলবে। হিন্দু-মুসলিম করার চেষ্টা করবে। আপনারা সতর্ক থাকবেন।”

Related Articles