রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের মাঝেই ভাঙন বিজেপি শিবিরে! পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন ঝাড়গ্রামের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। প্রসঙ্গত, এবারের নির্দবাচনে টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কুনারের। আর এদিন সকলকে চমকে দিয়ে তৃণমূল সেনাপতির হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন কুনার হেমব্রম।