ফের করোনার নয়া ভ্যারিয়েন্টের দাপট! বাংলায় খোঁজ পাওয়া গেল অন্তত ৩০ জন নয়া করোনা আক্রান্তের!
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত গোটা দেশে মোট ২৭২ জন করোনার নয়া ভ্যারিয়েন্ট কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন। বাংলা থেকেও একাধিক ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে থেকে অন্তত ৩০টি নমুনা পজিটিভ এসেছে। স্বভাবতই ভোট মরসুমে এই তথ্য প্রকাশ্যে আসায় উদ্বেগ বেড়েছে আম জনতার মনে।