বিজেপির সঙ্গে সাধুদের যোগ নিয়ে শনিবারই সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবারই কার্যত হাতেনাতে প্রমাণিত হয়ে গেল সেই অভিযোগের সত্যতা।
রবিবার পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতর সমর্থনে জনসভায় যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। আর মোদির সেই মঞ্চেই বিজেপি নেতাদের সঙ্গে বসে থাকতে দেখা গেল ভারত সেবাশ্রমের প্রধান নিত্যসুধানন্দ মহারাজকে। আর এরপরেই কার্যত বিজেপির সমালোচনায় সরব হল তৃণমূল কংগ্রেস।