Sambad Samakal

Modi: ৪ জুনের পরে জেলেই স্থান দুর্নীতিবাজদের! বাংলায় এসে কী হুঁশিয়ারি মোদির?

May 19, 2024 @ 3:03 pm
Modi: ৪ জুনের পরে জেলেই স্থান দুর্নীতিবাজদের! বাংলায় এসে কী হুঁশিয়ারি মোদির?

৪ জুন সরকার গঠন হওয়ার পরেই জেলে ভরা হবে সমস্ত দুর্নীতিবাজদের! রবিবার বঙ্গে ভোট প্রচারে এসে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন পুরুলিয়ার জনসভা থেকে মোদি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমাহীন দুর্নীতি করেছে। যেখানে মা সরস্বতীর পুজো হয়, সেখানে শিক্ষা নিয়েই হাজর হাজার ছেলেমেয়ের সঙ্গে দুর্নীতি হয়েছে। মানুষ ভোটে এর জবাব দেবে। আর ৪ জুন সরকার গঠন হওয়ার পরে সমস্ত দুর্নীতিবাজদের ঠাঁই করে জেলের ভেতরে।”

Related Articles