Sambad Samakal

Monsoon: রাজ্যে কবে প্রবেশ করছে বর্ষা? দাপট দেখাবে কালবৈশাখী?

May 19, 2024 @ 12:06 pm
Monsoon: রাজ্যে কবে প্রবেশ করছে বর্ষা? দাপট দেখাবে কালবৈশাখী?

মে মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা আম বাঙালির। এই পরিস্থিতিতে বাংলায় বর্ষা প্রবেশ সম্পর্কে বড়সড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। জানানো হয়েছে, শনিবারই আন্দামান-নিকোবরে প্রবেশ করেছে মৌসুমী রায়ু। কেরালাতে নির্ধারিত সময়ের একদিন আগে ৩১ মে ঢুকে পড়বে বর্ষা। আর বাংলায় জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শেষে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতও হতে পারে।

Related Articles