ভোটের আগের রাতে হাওড়ার সালকিয়া এলাকায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর! জানা যাচ্ছে, গতরাতে এই ঘটনার পরে এলাকায় যান সিপিএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী।
পুলিশ ও কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে সিপিএমের তরফে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।