ভোটের দিন টিটাগড়ে আক্রান্ত বিজেপি নেতা কৌস্তভ বাগচী! জানা যাচ্ছে, এদিন ব্যারাকপুর পুরসভার অন্তর্গত ১৩/১৪ নম্বর ওয়ার্ডে বুথ জ্যামের খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি নেতা।
তখনই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা কোনওমতে তাঁকে উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। তবে কৌস্তুভের গাড়ি সহ আরও একটি গাড়ির কাঁচ ভেঙে দেয় উত্তেজিত জনতা। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কোনওমতে নিয়ন্ত্রণে আনে।