সোমবার পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই লাগাতার অশান্তির খবর আসছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কার্যত অভিযোগের পাহাড় জমা হয়েছে।
কমিশন সূত্রে খবর, এদিন সকাল থেকে প্রায় ১ হাজার ৩৬টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৫০টি অভিযোগ জানিয়েছে। এছাড়াও বিজেপি, সিপিএম, কংগ্রেসের তরফের একাধিক অভিযোগ জমা পড়েছে।