গয়েশপুরে আক্রান্ত বিজেপির বুথ এজেন্ট! জানা যাচ্ছে, ভোটের দিন সকালে নিজেদের বুথে এজেন্ট হিসেবে বসার জন্য যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। তখনই তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ।
কার্যত রাস্তায় লুটিয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।