ভোটের দিনে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এদিন কার্যত নিজের ক্ষোভ উগড়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অভিযোগ, “আমাকে, এক জন প্রার্থীকেও বুথে ঢুলকে আটকাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তাও বুথের মধ্যে ঢোকার পরেও আমার সঙ্গে এমনভাবে ঘুরছে, যেন আমি অপরাধী৷ দিনের শেষে এরাই ভোটারদের বুথ থেকে তাড়াবে।”