জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের নিয়ন্ত্রণাধীন ‘সেবক হাউসে’ হামলার ঘটনায় বাংলায় এসে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বারাসাতের ভোর প্রচার থেকে ওই ঘটনায় কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, “এই ঘটনাটা সম্পর্কে আমার ঠিক জানা নেই। আমাদের কেউ যুক্ত নয়। তদন্তে যদি জানা যায় আমাদের কেউ যুক্ত, উপযুক্ত করা ব্যবস্থা নেওয়া হবে।”