কেন আচমকা বদল করা হল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে! মঙ্গলবার এই প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।
এদিন তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সোমবার রাতেই খড়গপুরে বিজেপির জেলা সভাপতির কাছ থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছিল পুলিশ সুপারের নেতৃত্বে। তারপরেই আইপিএস অফিসারকে বদলি আসলে উদ্দশ্যপ্রণোদিত। এমনকী বিজেপির নির্দেশেই এই সিদ্ধান্ত বলেই দাবি ঘাসফুল শিবিরের। অবিলম্বে এই নির্দেশ পুর্নবিবেচনার দাবিও তোলা হয়েছে।