একুশের বদলা চব্বিশে! ভোটে হিংসা করলে পরিণতি খুব খারাপ হবে! বুধবার নন্দীগ্রামে দাঁড়িয়ে এই ভাষাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক বলেন, “একুশ সালে লোডশেডিং করে এই নন্দীগ্রামের মানুষকে অপমান করে এখানকার ‘আরএসি’ বিধায়ক জিতেছিল। এবার আমরা তার বদলা নেব। ভোটে কারা সন্ত্রাস করবে, তার তালিকা আমার কাছে রয়েছে। সাবধান হয়ে যান। পরিণতি খুব খারাপ হবে, কোনও বাবা বাঁচাবে না। নিজেদের প্রাণকে বাজি রেখে একুশের বদলা আমরা নেবই।”
অন্যদিকে, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দেগে অভিষেক বলেন, “এখানে বিজেপি কাকে দাঁড় করিয়েছে জানেন’তো? এক জন সন্ত্রাসবাদী। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করে, দাম জানতে চায়। নন্দীগ্রাম সহ মেদিনীপুরের মানুষ এঁকে জবাব দেবে।”