‘নিখোঁজ’ বাংলাদেশি সাংসদ আনওয়ারুল আজিমের মৃতদেহ উদ্ধার হল নিউটাউনের একটি আবাসন থেকে! বুধবার পুলিশ সেই দেহ উদ্ধার করেছে।
কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক আধিকারিকদের দলও। পুলিশ সূত্রে খবর, নিউটাউনের একটি অভিজাত আবাসনে এক জন মহিলা সহ বেশ কয়েক জনের সঙ্গে ছিলেন বাংলাদেশি সাংসদ আনওয়ারুল আজিম। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক মহলে।