কলকাতায় চিকিৎসার জন্য এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ! প্রায় দিন পাঁচেক ধরে কোনও খোঁজ না পাওয়ায় অপহরণের আশঙ্কা বাড়ছে। জোরকদমে তদন্তে কলকাতা পুলিশ।
জানা যাচ্ছে, গত ১২ মে কলকাতায় চিকিৎসা করতে আসেন বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম। বরানগরে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন তিনি। ১৪ তারিখ সেখান থেকে কাজের কথা বলে বেরোন আনওয়ারুল। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্ধ রয়েছে মোবাইল ফোনও। ঢাকা ও কলকাতায় পৃথক নিখোঁজ ডায়েরি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জোরকদম তদন্ত চালিয়ে বাংলাদেশি সাংসদের খোঁজ করছে কলকাতা পুলিশের বিশেষ দল।