Sambad Samakal

BJP: মধ্যরাতে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, হানা প্রার্থীর পিএ’র বাড়িতেও! তোলপাড় মেদিনীপুর

May 22, 2024 @ 11:00 am
BJP: মধ্যরাতে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, হানা প্রার্থীর পিএ’র বাড়িতেও! তোলপাড় মেদিনীপুর

ভোটের তিন দিন আগে পুলিশি হানাকে কেন্দ্র করে তোলপাড় দুই মেদিনীপুর! জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে খড়গপুর সদরের বিজেপির ২ নম্বর সভাপতি তারকেশ্বর রাওকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের দলেরই এক কর্মীর ওপর আক্রমণের অভিযোগে বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করা হয় ওই বিজেপি নেতাকে।

অন্যদিকে, গতরাতেই ঘাটালের বিজেপি প্রার্থী হীরণের আপ্ত-সহায়কের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ভোররাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী। হীরণের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মেদিনীপুর জুড়ে বিজেপি নেতা-কর্মীদের ওপর পুলিশি সন্ত্রাস চলছে। মানুঅ এর বিরুদ্ধে ভোটবাক্সে নিজেদের রায় দেবে।

Related Articles