ভোট বাংলায় ‘পরিযায়ী পাখিদের’ ভিড়! বুধবার বিজেপি-সিপিএমকে এক আসনে বসিয়ে এমনই কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালার জেমস লং সরণী, শিবরামপুর সহ একাধিক এলাকায় জনসভা করেন তিনি। মঞ্চ থেকে ফিরহাদ বলেন, “শীতকালে যখন আমার নাতনিকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় যাই, তখন দেখি এক রাজহাঁস ঘুরছে। আর হাজার হাজার পরিযায়ী পাখি এসে ভিড় করেছে। রাজহাঁসটা পরিযায়ী পাখিদের ভিড়ে কিছুটা সাইড হয়ে যায়। ভোটের সময়ে বাংলার পরিস্থিতি হয়েছে অনেকটা এরকমই। রাজহাঁস তৃণমূলকে সাইড করে দিয়ে, দেশের কোথা থেকে সব বিজেপি-সিপিএমের নেতারা এসে ভিড় করেছে। সারাবছর এরা মানুষের পাশে থাকে না, তৃণমূল কংগ্রেস থাকে। কোভিডের সময়ে এরা কোথায় ছিল! তখন’তো কাউকে দেখা যায়নি। এখন সবাই এসে বলছে ভোট দাও, ভোট দাও।”