ওবিসি রায় মানি না! যতদূর যেতে হয় যাব! বুধবার দমদমে সৌগত রায়ের সমর্থনে জনসভা থেকে কলকাতা হাইকোর্টের রায়কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এদিন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, ২০১০ সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। এপ্রসঙ্গের উল্লেখ করে মমতা বলেন, “ওবিসি নিয়ে এই রায় আমি মানি না। এক জন বিচারক এই রায় দিতে পারেন না। এর জন্য যতদূর যেতে হয় যাব। মুসলিমদের ওবিসিতে সংরক্ষণ থাকবে। প্রধানমন্ত্রী কয়েক দিন ধরে এই কথাটাই বলছিলেন। আর আজ কোর্টকে দিয়ে করিয়ে নিয়েছে। মুসলিমরা এত খারাপ নয়, যে তারা তপশিলিদের সংরক্ষণ কাড়বে। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না! ওবিসি থেকে শুধু সংখ্যালঘুদের বাদ দিয়ে দিলেন! এটা হতে পারে না। ২০১২ থেকে চলছে এই আইন। আমরা ওবিসি রিজার্ভেশনের সময়ে আইন মেনে করেছিলাম। জনতার ভোটে হারিয়ে, আপনাদের দাবি আমি মানব না। তখনও সিপিএম চেষ্টা করেছিল। মোদি বাবু তপশিলিদের রিজার্ভেশন কাড়তে চায়। মুসলিমদের ওবিসি সংরক্ষণ কাড়তে দেব না। এটা আসলে নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য করা হয়েছে।”