২৬ হাজার চাকরি বাতিলের পরে এবার ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট! জানা যাচ্ছে, বুধবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, ২০১০ সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া সমস্ত সার্টিফিকের বাতিল করা হচ্ছে। এর ফলে প্রায় ৫ লক্ষ সার্টিফিকেট বাতিল হবে বলো মনে করা হচ্ছে।
কলকাতা হাইকোর্টের যুক্তি, ওবিসি তালিকায় কারা সংরক্ষণ পাবে, সেই বিষয়টি মূলত চূড়ান্ত করে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। কিন্তু ২০১২ সালে সেই কমিশনকে ব্রাত্য রেখে, ১৯৯৩ সালের ওয়েস্টবেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশব অ্যাক্টের বদলে নতুন আইন আনে রাজ্য সরকার। হাইকোর্টের মতে, ওই আইন বেআইনি ও সংবিধানসম্মত নয়। তাই নতুন করে এই বিষয়ে রাজ্য বিধানসভায় বিল এনে কারা কারা ওবিসি সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত হবেন তা চূড়ান্ত করতে হবে।
তবে এদিন হাইকোর্ট জানিয়েছে, যারা ২০১০ সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরি বহাল থাকবে। তবে সংরক্ষণের কোনও সুবিধা আপাতত তাঁরা পাবেন না। প্রসঙ্গত, ভোট আবহেই ফের একবার আদালতের রায়ে বড়সড় অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার।