Sambad Samakal

Suvendu-Hiran: ভোটের মুখে অতিসক্রিয় পুলিশ! হাইকোর্টের দারস্থ শুভেন্দু-হিরণ

May 22, 2024 @ 1:58 pm
Suvendu-Hiran: ভোটের মুখে অতিসক্রিয় পুলিশ! হাইকোর্টের দারস্থ শুভেন্দু-হিরণ

ভোটের মুখে অতিসক্রিয় পুলিশ! এমনই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিলেও, দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন। আগামী শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল পুলিশ। অন্যদিকে, বিজেপি প্রার্থী হিরণের আপ্তসহায়কের বাড়িতেও অভিযান চালানো হয়েছিল৷ মামলাকারীদের দাবি, কোনও তথ্য-প্রমাণ ও নথি ছাড়াই এই তল্লাশি অভিযান। নির্বাচনের আগে রাজ্য সরকারের নির্দেশেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাণ্ড ঘটানো হচ্ছে।

Related Articles