Sambad Samakal

Nandigram: ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম! দোকান-বাড়িতে আগুন, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

May 23, 2024 @ 1:43 pm
Nandigram: ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম! দোকান-বাড়িতে আগুন, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম! বুধবার গভীর রাতে বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়ির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বনধের ডাক দেওয়া হয়েছিল। বেলা বাড়তেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়েছে। একাধিক দোকান-বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গাছের ডাল ফেলে রাস্তায় অবরোধ করা হয়েছে। বেশ কিছু এলাকায় বন্ধ যান চলাচল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে, বিশাল কেন্দ্রীয় বাহিনী। যদিও এলাকায় এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন এর বদলা তিনি নেবেন।

Related Articles