Sambad Samakal

Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে ফের প্রকাশ্যে ভাইরাল অডিও! ‘খুনের’ ষড়যন্ত্র

May 23, 2024 @ 12:39 pm
Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে ফের প্রকাশ্যে ভাইরাল অডিও! ‘খুনের’ ষড়যন্ত্র

সন্দেশখালি কাণ্ডে ফের প্রকাশ্যে একটি ভাইরাল অডিও! সেই অডিওয় কয়েক জন নারী ও পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে। যারা নিজেদের মধ্যে সন্দেশখালির অশান্তি নিয়ে কথা বলছে। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ সমকাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিওয় শোনা যাচ্ছে, কোনও এক ‘দাদা’ সন্দেশখালিতে প্রয়োজনে কলা গাছ ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখানে ‘কলা গাছ’ অর্থে খুনের কথাই বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কোন ‘দাদা’র কথা ওই অডিওয় বলা হচ্ছে, তা স্পষ্ট নয়। এই অডিও প্রকাশ্যে আসতেই শাসক দল তৃণমূলের তরফে ফের দাবি করা হয়েছে, সন্দেশখালিতে যে বিজেপি হত্যার চক্রান্ত করে অশান্তি পাকানোর পরিকল্পনা করেছিল, তা স্পষ্ট।

Related Articles