গেরুয়া উত্তরীয় লাগানো বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্মফুল’। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই ছবি দিন কয়েক আগেই ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই বিষয়ে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দারস্থ হল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার দিল্লির নির্বাচন সদনে তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়েন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বেশ কয়েকটি ছবি জমা দেন। যেখানে দেখা যাচ্ছে, গেরুয়া উত্তরীয়র সঙ্গেই বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল পরে রয়েছেন তিনি। তৃণমূলের অভিযোগ, রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থেকেও রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন বোস। যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। অবিলম্বে রাজ্যপালের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে তৃণমূলের তরফে।