বাংলা-ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। সপ্তাহান্তে তাণ্ডব চালাতে পারে উপকূলীয় জেলাগুলোতে। আর তারআগেই সতর্ক নবান্ন। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও ওড়িশার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবিলম্বে রাজ্যের উপকূলীয় এলাকাগুলোর মানুষকে সতর্ক করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হবে। পর্যাপ্ত সংখ্যাক এসডিআরএফ ও এনডিআরএফ সদস্যদের মেতায়েন করা হবে। যে কোনও ধরনপর বিপর্যয় মোকাবিলায় সতর্ক থাকবে প্রশাসন। কোস্ট গার্ড ও কেন্দ্রীয় সরকারি দফতরগুলোর সঙ্গেও সংযোগ রাখা হবে। একটি চব্বিশ ঘণ্টার হেল্পলাইন চালু রাখা হবে।