Sambad Samakal

Ghatal: ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা

May 24, 2024 @ 1:29 pm
Ghatal: ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা

দাসপুরের খুকুরদায় নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ওই টাকার বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি কেউ। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খোঁজ করে দেখা হচ্ছে। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, ভোটের একদিন আগে যে বিজেপি নেতার গাড়ি থেকে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে, তাঁর নাম প্রশান্ত বেরা।

ঘটনা সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। শাসকদলের দাবি, ভোটের আগে এলাকায় টাকা, অস্ত্র ছড়িয়ে সন্দেশখালির মতো গোটা রাজ্যে অশান্তি করতে চাইছেন বিজেপি নেতারা। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, ‘‘বিভিন্ন এলাকায় ভোটারদের ঘুষ দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ চেকিংয়ে ধরা পড়ে গিয়েছে।’’ যদিও বিজেপি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘যেভাবে পুলিশ আমার আপ্তসহায়কের বাড়িতে এসেছিল, এটাও সেরকমই এক চক্রান্ত। টাকা, বন্দুক, বোমা বাড়িতে, গাড়িতে ঢুকিয়ে বিজেপি নেতা-কর্মীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অনেককেই মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে।”

Related Articles