Sambad Samakal

Rajvaban: শ্লীলতাহানি কাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত নয়! কী নির্দেশ হাইকোর্টের?

May 24, 2024 @ 5:36 pm
Rajvaban: শ্লীলতাহানি কাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত নয়! কী নির্দেশ হাইকোর্টের?

রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ জুন পর্যন্ত তদন্ত এগোতে পারবে না পুলিশ। পরবর্তী শুনানি আগামী ১০ জুন। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানান, রাজ্যপালের ওএসডি-সহ রাজভবনের যে আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ তদন্ত শুরু করেছিল, তা আপাতত স্থগিত রাখতে হবে। পরবর্তী শুনানির আগে কোনও তদন্ত করা যাবে না।

Related Articles